কচুয়া সদর ইউনিয়নে সাংবাদিক আবু সাইদ শুনুর মনোনয়ন পত্র জমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৯:০৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন শিক্ষক ও সাংবাদিক আবু সাইদ শুনু। বুধবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ মনোনায়ন পত্র জমা দেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশিল ঘোষণা অনুযায়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের হিসাব রক্ষক বাবুল কুমার দাস এ মনোনয়ন পত্র গ্রহন করেন। এসময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,চ্যানেল ২৪ এর বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আকুঞ্জি, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম,সাংবাদিক হাসন আলী,আল আমিন খান সুমনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। 

মনোনায়ন পত্র জমাদান শেষে আবু সাইদ শুনু জানান,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব বলে আশা করি। তিনি বলেন,আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। আমি নির্বাচিত হলে এলাকায় মাদক,সন্ত্রাস,চাদাবাজ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত