কক্সবাজার-১: আ. লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ কল্যাণ পার্টি
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬
কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের মনোনয়ন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহিন ইমরান আজ রোববার সকালে কক্সবাজার-১ কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাই শেষে এসব তথ্য জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সালাহউদ্দিন আহমেদ দুটি ব্যাংকে ৪৭ কোটি টাকার ঋণ খেলাপি করেছেন।
এ বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালত স্থগিত করেছেন। তিনি নির্বাচন কমিশনে মনোনয়ন ফিরে পেতে আবেদন করবেন।
এদিকে একই আসনে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি নৌকার প্রার্থী ছাড়া আরও চারজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আটজনের।
অন্যদিকে সকাল ১১টায় কক্সবাজার-২ কুতুবদিয়া মহেশখালী আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী থেকে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি একজনের মনোনয়ন অধিকতর যাচাইয়ের জন্য স্থগিত করা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত