ওর ওজন আছে, তাই ও হেভিওয়েট: মমতাকে কটাক্ষ প্রিয়াংকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৪, ২১:১৫

জমে উঠেছে ভবানীপুর উপনির্বাচন। তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে প্রিয়াংকা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি।  দুই হেভিওয়েটের মুখের লড়াইও শুরু গেছে।

রোববার ভিক্টোরিয়া পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করছিলেন প্রিয়াংকা। তখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট প্রার্থী। তার বিরুদ্ধে আপনার প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? উত্তরে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওর ওজন আছে, তাই ও হেভিওয়েট।’

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি কতটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকা বলেন, জয়ের বিষয়ে আমি আশাবাদী। কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা (তৃণমূল)।  এবারও যদি তাই করে তা হলে তো গণতন্ত্রের কোনো মানে হয় না।’

এর আগে শনিবার প্রিয়াংকা টিবরেওয়ালকে মমতার বোনের বয়সি মেয়ে বলে সম্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।  এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘আমি কে তা ও ধীরে ধীরে চিনে যাবে।’ 

২০১৪ সালে বিজেপিতে যোগ দেন আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়াল। বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এন্টালি থেকে বিজেপির প্রার্থী হয়ে হেরে যান তিনি।  তবে ভোটপরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের পক্ষে কাজ করে আলোচনায় আসেন প্রিয়াংকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত