এসি চালু করতে গিয়ে নারীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১০:৪৪ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৬:৪৪

রাজধানীর কদমতলীর নামাশ্যামপুর বরইতলার একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তুলি কদমতলী থানার নামাশ্যামপুর বরইতলা হাজী কফিল উদ্দিন রোডের শাহিন মিয়ার স্ত্রী। স্বামীর সঙ্গে ওই বাড়িতেই থাকতেন তিনি।

নিহতের আত্মীয় সুমন জানান, গতকাল(শনিবার) রাতে মামি এসির বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান— মামি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

 

সাই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত