এসএসসি ১৯৮৭ ব্যাচের 'মিসেস বিউটিফুল' নির্বাচিত হলেন লৌহজংয়ের পলি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১৯:৫৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৪
সারা দেশের ১৯৮৭ সালে এসএসসি পাশ করা বন্ধুদের সংগঠন FRIENDS FOREVER 87 এর ফেসবুক পেইজে Mrs beutiful 2022 প্রতিযোগিতায় বন্ধুদের সর্বোচ্চ লাঅক পেয়ে প্রথম হয়েছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাসুদা আক্তার পলি। তিনি উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
গ্রুপ ক্রিয়েটর ও অ্যাডমিন ডা. শাহ আলম গত বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, অনলাইনে সর্বোচ্চ লাইকের ভিত্তিতে পলি আক্তার প্রথম হয়েছেন। প্রতিযোগিতাটি গত ২১ অক্টোবর শুরু হয়ে ১০ নভেম্বর শেষ হয়।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রামের প্রয়াত ডা. আব্দুল গণির মেয়ে বিশিষ্ট নারী উদ্যোক্তা মাসুদা আক্তার পলি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার মেয়ে বি সি এস ক্যাডার কর্মকর্তা ও ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। তাঁর স্বামী কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। পলি নিজেকে কখনো সেরাদের সেরা কিংবা মিসেস বিউটিফুল মনে করেন না। অনলাইন আয়োজনে যে সকল বন্ধু তাঁকে সর্বোচ্চ ভোট ও সহযোগিতা করে প্রথম হওয়ার যোগ্যতায় বিবেচিত করেছেন, তাঁদেরকে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত