এমপি ফারুকের মৃত্যুর গুজবে চরম বিরক্ত পরিবার
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১০:৫২ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০২
রূপালি পর্দার একসময়ের জনপ্রিয় নায়ক আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার। সম্প্রতি সামাজিকমাধ্যমে নায়ক ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
এর আগেও বেশ কয়েকবার ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়েছে। বরেণ্য এ অভিনেতার মৃত্যুর গুজবে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা। সিঙ্গাপুরে ফারুকের সঙ্গে আছেন তার স্ত্রী। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, ফারুক ভালো আছেন। ’
২০২১ সালের ৪ মার্চ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত