এবার জল্লাদ মোশাররফ করিম!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১০:০৫ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৩:১৪

যে বয়সে মানুষ একটা নিরাপদ চাকরি আর সুখী সংসার শুরু করে, সে বয়স থেকেই রসু জল্লাদ হিসেবে কাজ শুরু করেন!

দীর্ঘ বিশ বছর পর রসু অবসর পেয়ে বাড়ি ফিরেছেন। এতদিন পর স্ত্রী রুনার সঙ্গে কথা বলার সুযোগ হলেও রসু কোনো কিছুই বলতে পারেন না, শুধু চেয়ে থাকেন।

রুনা তাদের মেয়েকে মাঝে মধ্যে পড়ালেখা দেখিয়ে দিতে বললে, তাও পারেন না রসু। চায়ের দোকানে গিয়ে বসলে, নানা আলোচনায় অংশগ্রহণ করতেও তার আগ্রহ নেই। মৃত্যু দেখতে দেখতে কেমন যেন জীবন থেকে দূরে সরে গেছেন রসু।  

রুনা শেষে আর থাকতে না পেরে জানতে চান, রসু এখন কী করবেন? কী চান তিনি? রসু জানান, আসলে তার আর কোনো কিছুতেই আগ্রহ হচ্ছে না। রুনা জিজ্ঞেস করেন, তাহলে তিনি জল্লাদের কাজটা ছাড়লে কেন। রসু হাসেন আর বলেন, নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি!

এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘জল্লাদ’। এতে জল্লাদ রসুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম।  

আবু হায়াত মাহমুদ পরিচালিত নাটকটি ঈদের ৭ম দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত