এবার আর্জেন্টিনার রাস্তায় উড়ছে বাংলাদেশের পতাকা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:২৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭
শেষ হতে চলেছে কাতার বিশ্বকাপ। এরইমধ্যে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশে আলবিসেলেস্তাদের ভক্তদের কথা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।
মেসিদের প্রতি বাংলাদেশি ভক্তদের উন্মাদনার কথা ইতোমধ্যে জেনেছে আর্জেন্টিনার মানুষজন। এই বিশ্বকাপে তাই দুই দেশের মানুষের মধ্যে উঠে আসছে এই প্রসঙ্গ। এবার দেখা গেলো আর্জেন্টিনার সড়কের পাশে ঝুলছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। মূলত, রাস্তার ধারে বিক্রির জন্য ঝুলানো হয় এই পতাকা। পাশাপাশি মেসিদের জার্সিও বিক্রি হচ্ছে সেখানে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত