এখনই ছাড়া পাচ্ছেন না হাসপাতাল থেকে সুস্থ দিলীপ কুমার
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১০:৩৯ | আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৫
প্রায় ১৮ দিন আগে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন দিলীপ কুমার। কিন্তু কিছুদিনের মধ্যেই শ্বাসজনিত কষ্ট এবং দুর্বলতার কারণে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯৮ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা এখন সুস্থ। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে না বলে জানিয়েছেন তাঁর পারিবারিক বন্ধু বসির খান। এই বলিউড তারকার স্ত্রী সায়রা বানু গতকাল শনিবার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে দিলীপ কুমারের অবস্থা এখন স্থিতিশীল।
গত ২৯ জুন অভিনেতা দিলীপ কুমারকে হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখার প্রয়োজন হয়নি। চিকিৎসক নিতীন গোখলে আর চিকিৎসক জলিল পারকরের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এখন তিনি অনেকটাই সুস্থবোধ করছেন। শারীরিক অবস্থা একই রকম থাকলে শিগগিরই এই বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বসির খান শুক্রবার রাতে জানিয়েছিলেন, এখন উনি ভালো আছেন। হাসপাতালেই আছেন।
দিলীপ কুমারের শারীরিক অবস্থা প্রসঙ্গে সায়রা বানু সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো। তবে আজ তাঁকে ডিসচার্জ করা হবে না। তিনি আরও বলেছেন, ‘দিলীপ সাহেবের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। এখনো উনি আইসিইউতে আছেন। আমরা ওনাকে বাড়িতে নিয়ে যেতে চাই। তবে চিকিৎসকের অনুমতির অপেক্ষায় আছি। কারণ, ওনারাই সাহেবের শারীরিক অবস্থার কথা বেশি ভালো জানেন। চিকিৎসকেরা অনুমতি দিলে আমরা ওনাকে বাড়িতে নিয়ে যাব। তবে আজ ওনাকে ডিসচার্জ করা হবে না। ওনার অনুরাগীদের প্রার্থনার প্রয়োজন। উনি শিগগিরই বাড়িতে ফিরবেন।’
বসির খান ৩০ জুন সকালে জানিয়েছিলেন, ‘গতকাল হিন্দুজা হাসপাতালে দিলীপ সাহেবকে ভর্তি করা হয়েছে। কদিন ধরে উনি খুব দুর্বল বোধ করছিলেন। ওনার বয়সের কথা মাথায় রেখে আমরা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, এ মুহূর্তে বাড়িতে লোকবল কম। আর সায়রা কোনো রকম ঝুঁকি নিতে চাইছিল না।’
তিনি আরও জানিয়েছেন, ‘পারিবারিক চিকিৎসক নিতীন গোখলের তত্ত্বাবধানে আছেন দিলীপ সাহেব। এখন আইসিইউতে আছেন উনি। অক্সিজেন সাপোর্টে নেই দিলীপ সাহেব। তবে ওনার শারীরিক অবস্থা ভালো আছে। এখন চিন্তার কিছু নেই। তবে ওনার বয়সটা অবশ্য চিন্তার কারণ। সবে ২৪ ঘণ্টা পার হয়েছে। কবে দিলীপ সাহেব ডিসচার্জ হবেন, এখনই বলা সম্ভব নয়।’
গত ৬ জুন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ জুন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। কম দিনের ব্যবধানে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর অসংখ্য অনুরাগী তথা সমগ্র ভারতীয় চলচ্চিত্রজগৎ।
দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। এখন এই কিংবদন্তি অভিনেতার বয়স ৯৮ বছর। জোয়ার ভাটা, আন, আজাদ, দেবদাস, আন্দাজ, মুঘল ই আজম, গঙ্গা যমুনা, ক্রান্তি, কর্মা, শক্তি, সওদাগর, মশালসহ ৫০–এর বেশি বলিউড ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি সাগিনা মাহাতোতে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। এই কালজয়ী ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন। হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়েছে। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান পদ্মভূষণ–এ সম্মানিত করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত