একদিনে কমলো ডেঙ্গু রোগীর সংখ্যা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৮:০৮ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭২ জন। এর মধ্যে ঢাকাতে ১৩০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৩০ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২১ হাজার ৫৭৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৬৭৬ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত