এইচএসসি পরীক্ষায় আদমদীঘির হাজী তাছের আহম্মদ মহিলা কলেজ শীর্ষে

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫০

বগুড়ার আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় এবারও হাজী তাছের আহম্মদ মহিলা কলেজ উপজেলার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় আদমদীঘিতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৭ শত ৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৬ শত ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। এর মধ্যে উপজেলার হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ হতে এবার এইচএসসি বিএম শাখা সহ মোট ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯১ জন পাশ করেছে। পাশের হার ৯৮ দশমিক। এর মধ্যে ওই কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক ২৩ জন জিপিএ-৫ পাওয়ায় হাজী হাছের আহম্মদ মহিলা কলেজ উপজেলার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। 

হাজী তাছের আহম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু জানান, এ প্রতিষ্ঠানের দক্ষ পরিচালনা কমিটি, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরণের সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

হাজী তাছের আহম্মদ মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু বলেন, এ প্রতিষ্ঠানটি উপজেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত হয়। দক্ষ পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় এ ধরনের সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। শুধু এ প্রতিষ্ঠানই নয়, গোটা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত