ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে দোকানীর আত্মহত্যা

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১ জুন ২০২৩, ১৮:০০ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১৩:৩৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে পিন্টু আগরওয়াল (৪৮) নামের এক মুদি দোকানীর মৃত্যু হয়েছে। মৃত পিন্টু আগরওয়াল উপজেলার সান্তাহার পৌর শহরের ডালপট্টি এলাকার মৃত রাজকুমার আগরওয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট সেবন করে পিন্টু। পরে পরিবারের লোকজন জানতে পেরে পিন্টুকে প্রথমে নওগাঁর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় তার মৃত্যু হয়। পিন্টু আগরওয়াল বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্থতায় ভুগছিলেন। ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রেদোয়ানুর রহিম বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত