উৎসবের আনন্দ পরিপুর্ণ করলেন শাহরুখ খান
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৪৩ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪
আজ সালমান খানের ৫৭তম জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরে মাঝরাতেই সালমান খানকে চমকে দিলেন শাহরুখ খান। জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হলেন সালমানের বাড়িতে। প্রতিবারের মতোই রাত থেকেই সালমানের মুম্বাইয়ের বাড়িতে পার্টি শুরু হয়। একে বলিউডের অনেক তারকা সালমানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন তার বাড়িতে।
তবে শাহরুখের চমকটি এসেছে সবার শেষে। মাঝরাতে সালমানের বাড়িতে গিয়ে সোজা ‘ভাইজান’-এর সামনে হাজির হন শাহরুখ। হাত মিলিয়ে জানান জন্মদিনের শুভেচ্ছা, কালো পোশাকে দুই খান ক্যামেরাবন্দী হন। পরে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। ছড়িয়ে পরা একটি ভিডিওতে দু্ই খানকে আলিঙ্গন করতেও দেখা যায়।
দুই খানকে একসঙ্গে দেখে ভক্তরাও আবেগে আপ্লুত হয়ে গেছে। একজন লিখলেন, ‘পাঠান-টাইগার একসঙ্গে।’ শুরুতে ছবি তোলার জন্য না দাঁড়ালেও পরে সালমানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন শাহরুখ। চলে যাওয়ার সময় তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন সালমান খান। এই পার্টিতে অনেক তারকা আসলেও তা ছিল অপূর্ণ। সবার শেষে উপস্থিত হয়ে সালমানের জন্মদিনের পার্টিকে যেন পূর্ণতা দিলেন শাহরুখ খান।
জন্মদিন উপলক্ষে সালমান খান পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন। এই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, টাবু, সিদ্ধান্ত চতুর্বেদী, পুলকিত সম্রাটসহ অনেক বলিউড তারকা।
আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’। এই ছবিতে অতিথি অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। আর দিওয়ালিতে মুক্তি পাবে সালমানের ‘টাইগার ৩’। এই ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত