উৎপত্তি আসাম রাজ্যের জুলিতে ভূমিকম্পে কেপে উঠল কাউনিয়া 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৯:০২ |  আপডেট  : ২৩ জুলাই ২০২৪, ১৫:০৯

রংপুরের কাউনিয়া ভূমিকম্পে কেপে উঠল। বুধবার সকাল ৮টা ২২ মিনিটে এ ভ‚মিকম্পন অনুভূত হয়। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোঃ রেজাউল করিম জানান, এ অঞ্চলে ভূমিকম্পন পরিমাপের মাত্রা ছিল ৬ রিখটার স্কেলে। যার উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যের দিঘিয়া জুলি এলাকা থেকে। 

ঢাকা আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এর দুরত্ব ৩৯১ কিলোমিটার দক্ষিণে। প্রায় ৩০ সেকেন্ড ভুমিকম্পন স্থায়ী ছিল। ভূমিকম্পন চলাকালিন সময়ে মানুষজন আতংকগ্রস্থ হয়ে পরে। অনেকে ঘর থেকে হুড়োহুড়ি করে বাইরে বেড়িয়ে আসে। তবে এখন পর্যন্ত বড় ধরেনরে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরপর ভুমি কম্পন হওয়ায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, কাউনিয়ায় যেকোন ধরনের দুর্যোগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মানুষের পাশে থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত