উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন মমতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৭ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ২২:৩৩

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন। (শুক্রবার) বেলা ২ টার সময় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। একইসঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন হবে। তিনটি কেন্দ্রেই ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।   

ভবানীপুরে উপনির্বাচন প্রসঙ্গে আজ রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বিধায়ক মদন মিত্র বলেন, ‘যেভাবে ছেলেরা, যুবকেরা, মানুষ নেমে পড়েছে বা নামছে তাতে মনে হচ্ছে ভবানীপুরে সর্বকালের রেকর্ড সৃষ্টিকারী একটা ইতিহাস তৈরি হবে।’     

অন্যদিকে, আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘আমাদের লড়াই পুরোপুরি হবে। আমরা তো এখনও নামিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন। বুঝতেই পারছেন বিজেপির ভয় কতটা।’

২০১১ এবং ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ২০২১ সালে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল বিধায়করা মমতাকে পরিষদীয় দলের নেত্রী ঘোষণা করায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা। সাংবিধানিক  নিয়ম মেনে ৬ মাসের মধ্যে অর্থাৎ ৫ নভেম্বরের মধ্যে তাঁকে বিধায়ক নির্বাচিত হয়ে আসতে হবে। সেই বিধিনিয়মের জেরে তিনি উপনির্বাচনে লড়বেন এবং এক্ষেত্রে পুরোনো ভবানীপুর কেন্দ্রকেই বেছে নিয়েছেন মমতা।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গত ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে বিধায়কের মৃত্যু হলে বা ইস্তফা  দিলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। সেই নিরিখে আগামী ৩০  সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন হবে। একইসঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন হবে। তিনটি কেন্দ্রেই ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।

ভবানীপুরে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমও এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। বামফ্রন্টের প্রার্থী হয়েছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত