ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহীদের বিদায় সংবর্ধনা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২২, ১৪:০৭ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত ১৫ জন ঊর্ধ্বতন নির্বাহীকে ৩০ মে ২০২২, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান। 

অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, মোঃ আব্দুল জব্বার, মোঃ সালেহ ইকবাল, এ এ এম হাবিবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইনসহ বিদায়ী নির্বাহীগণ বক্তব্য দেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ আলতাফ হুসাইন ও মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত