ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬০০ আন্তর্জাতিক শিল্পী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ জুন ২০২১, ১০:৩৬ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ০৭:৪৬

ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে অর্ধশতাধিক শিশু। অন্যদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিল না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা প্রশমনের কথা বলেন। তবে এরপরও নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরই মধ্যে বিশ্বের অন্তত ৬০০ আন্তর্জাতিক শিল্পী একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। সেখানে লেখা আছে, মানবতাবিরোধী কার্যক্রমের জন্য ইসরায়েলকে তাঁরা শিল্পী হিসেবে বর্জন করছেন। সেখানে তাঁরা কোনো কনসার্ট করবেন না।


ব্রিটিশ সংগীত তারকা, গীতিকার, পিঙ্ক ফ্লয়েডখ্যাত রজার ওয়াটার্স; সিস্টেম অব ডাউনের সার্জ টানকিয়ান; মেশিনের রেজ এগেইনস্ট; রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে লেখা আছে, ‘আমরা আপনাদের এই চিঠিতে স্বাক্ষর করতে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। এর মাধ্যমে আপনারা লিখিতভাবে ইসরায়েলের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিন। এর মাধ্যমে ইসরায়েলে কনসার্ট না করতে সম্মত হলেন। ন্যায়, সাম্য ও মর্যাদার পক্ষে হোক বিশ্বসংগীতের অবস্থান। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসুন। তারা মারাত্মক সহিংসতার ভেতর বসবাস করছে।’

ওই চিঠিতে আরও লেখা আছে, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমাদের সম্মিলিত নীরবতা ভাঙতেই হবে। গাজায় তাদের নৃশংস হামলায় ২৪৫ জনের বেশি নিরাপরাধ সাধারণ মানুষ মারা যায়। এই পরিস্থিতিতে আমরা স্তম্ভিত। কেউ ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার অধিকার রাখে না। আসুন আমরা প্রতিরোধ গড়ে তুলি। ফিলিস্তিনিরা যেন মানবাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পায়, তার লক্ষ্যে হোক আমাদের কর্মকাণ্ড।’

সাম্প্রতিক হামলায় ইসরায়েলি বাহিনী গাজায় ১২ তলা একটি ভবন গুঁড়িয়ে দেয়। ওই ভবনে বার্তা সংস্থা এপি ও কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যালয় ছিল। একই দিনে গাজার পশ্চিমাঞ্চলে শরণার্থীশিবিরেও হামলা চালায় ইসরায়েল। এতে এক পরিবারের ১০ সদস্য নিহত হয়। গুরুতর আহত হয় পাঁচ মাসের এক শিশু। প্রায় প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত