ইন্দো-বাংলা প্রেস ক্লাবের সদস্য হলেন অপু বিশ্বাস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১৩:২৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:১৫
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। এবার তিনি প্রথমবারের মতো দুর্গাপূজা উদযাপন করেছেন কলকাতায়। সোমবার (১০ অক্টোবর) রাতে কলকাতায় ইন্দো-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে এ ঢালিউড অভিনেত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
অপু বিশ্বাসকে ইন্দো-বাংলা প্রেস ক্লাবের সন্মানীত সদস্য করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অভিনেত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন ইন্দো-বাংলা প্রেস ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী।
এদিকে বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমা। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। ছবিটিতে তার নায়ক হিসেবে আছেন সাইমন সাদিক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত