ইতালির ভেনিসে এক বাংলাদশীর নিকাব ছিড়ে নেয়া ও হামলার প্রতিবাদে  মৌন মিছিল 

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪

গত ৭ ই ডিসেম্বর  ইতালির ভেনিসের মারঘেরায় বাংলাদেশী এক নারী নিকাব পড়ে বাসা হতে  ২ সন্তান সহ বের হলে  রাস্তায় দাঁড়িয়ে থাকা ইতালিয়ান এক নারী  বাংলাদেশী ঐ নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ ,  নিকাব  খুলে ফেলতে লাথি ও মারধর করে।  সে সময় সে সময় হামলার শিকার  নারীকে আহত অবস্হায় চিকিৎসা দেয়া হয়।  এ বিষয়ে আহত নারীর স্বামী ইতালি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে  প্রশাসন  দ্রুত  ব্যাবস্হা গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় ইতালির প্রশাসনের সহযোগিতায় বসবাসরত মুসলিম কমিউনিটির আয়োজনে আজ সকাল ১০ টায় ইতালির ভেনিস শহরের মেস্ত্রে ট্রেন স্টেশন থেকে শুরু করে মেস্ত্রে কয়েন মার্কেটের সামনে এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মৌন মিছিলের আয়োজন করা হয়।

উক্ত প্রতিবাদ মৌন মিছিলে জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ  অনেকেই উপস্থিত থেকে এই  ঘৃণ্য নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  উল্লেখ যে মাঝে মাঝেই এই ধরনের হামলার ঘটনা ঘটে থাকে ইতালির বিভিন্ন  শহরে মুসলিম নারীদের উপর।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত