ইউক্রেনে এখনো রাশিয়ার হামলার সম্ভাবনা আছে, বাইডেনের সতর্কতা
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:০২
ইউক্রেনে এখনো রাশিয়ার হামলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের উদ্যোগের জবাব দিতে প্রস্তুত। বাইডেন দাবি করেন, ইউক্রেন সীমান্তে এখনো প্রায় দেড় লাখ রুশ সেনা মোতায়েন আছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে, বাইডেন বলছেন- বিষয়টি যাচাই করা হয়নি।
বাইডেন বলেন, রুশ বাহিনীর চলে যাওয়াটা ভালো হবে। কিন্তু, আমরা এখনো তা যাচাই করিনি। আমরা এখনো জানি না রাশিয়ার সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে গেছে কিনা। প্রকৃতপক্ষে, আমাদের বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, এখনো হামলার সম্ভাবনা আছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা বলার কয়েক ঘণ্টা পর বাইডেন এ বক্তব্য দেন।
তবে, অনুপ্রবেশের পরিকল্পনা শুরু থেকেই অস্বীকার করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না। তা সত্ত্বেও নভেম্বর থেকে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক আছে। কারণ দেশটি একটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র।
ইউক্রেন ন্যাটোর পশ্চিমা সামরিক জোটে যোগ দেবে না এই নিশ্চয়তা চান পুতিন। কারণ তিনি মনে করেন, ন্যাটোর কোনো সম্প্রসারণ রাশিয়ার জন্য হুমকি। কিন্তু, ন্যাটো পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছে। বাইডেন বলেন, রাশিয়া সরকারের কূটনীতি অব্যাহত রাখার প্রস্তাবের সঙ্গে তিনি একমত।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের যে কোনো আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে জ্বালানি সরবরাহ ও মূল্যবৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু আমেরিকান জনগণ এটা জানে যে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা কখনোই বিনামূল্যে হয় না।
বাইডেন সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনে আগ্রাসন এগিয়ে গেলে ইউরোপে প্রস্তাবিত রাশিয়ান নর্ড স্ট্রিম ২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বন্ধ করা হবে। রাশিয়ার নাগরিকরা আমাদের শত্রু নন। তাই আমি বিশ্বাস করি না যে, তারা ইউক্রেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধ চায়।
ইউক্রেনের সীমান্ত থেকে রুশ সামরিক বাহিনী তাদের কিছু সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে যে ঘোষণা দিয়েছে, তা নিয়ে মঙ্গলবার 'সতর্ক আশাবাদ' প্রকাশ করেছে ন্যাটো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত