ইউএনওর বাসভবনে হামলাকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় নয়: কাদের
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ২০:৫২ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৪০
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তারা যদি আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীও হয়, তবুও ছাড় দেয়া হবে না।’
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনই প্রমাণ করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথ্য-প্রমাণসহ বেগম জিয়ার সঠিক জন্মদিন কবে, তা প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় সত্যকে কখনো চেপে রাখা যায় না।’
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত