আশুলিয়ায় টানা ২৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ, যানবাহন আটকে সাধারণ যাত্রীদের দুর্ভোগ
প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১৪:৫৫ | আপডেট : ৩ অক্টোবর ২০২৪, ২০:২৬
আশুলিয়ায় বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। দীর্ঘ সময় অবরোধ করে রাখার ফলে মহাসড়কের দুপাশে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা । বাইপাইল এলাকার বার্ডস গ্রুপ ও ডংলিয়ন কারখানার শ্রমিকরা এই অবরোধ করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ৯টার দিকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। রাতেও সড়কে অবস্থান নেন তারা। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দাবি পূরণের আশ্বাস মেলেনি শ্রমিকদের। এদিকে টানা অবরোধের ফলে স্থবির হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন। ভোগান্তিতে পড়েছেন মানুষজন।
বার্ডস গ্রুপের শ্রমিকরা বলেন, ‘গত মাসের ২৮ তারিখ থেকে বার্ডস গ্রুপের সকল কারখানা লে-অফ করা হয়। শ্রমিক ও কর্মচারীদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখে এবং সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল। চুক্তিমতো শ্রমিকদের বেতন কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি, এ ছাড়াও যে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল তা পরিশোধ করতে আরও তিন মাসের সময় চেয়েছে কারখানা কর্তৃপক্ষ। যার কারণে মহাসড়ক অবরোধ করা হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট আশুলিয়ার জিরানিবাজার, কবিরপুর, বাড়ইপাড়া, চক্রবর্তী, শ্রীপুর সব স্থানেই যানবাহন ঢাকামুখী লেনে পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেন বাইপাইল পর্যন্ত বন্ধ রয়েছে। এতে শত শত যানবাহন যানজটে আটকা পড়ে আছে। এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড থেকে চন্দ্রামুখী লেন ফাঁকা রয়েছে। তবে এ লেনে রিকশা, অটোরিকশা ও মাহিন্দ্র চলতে দেখা গেছে।
বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়া মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এরকম ভোগান্তিতে কখনও পড়েননি তারা। সময়মতো অফিসে পৌঁছাতে পারবে কি না, তাও জানা নেই। অনেক লোকজন পায়ে হেঁটেও গন্তব্যস্থলে গিয়েছেন বলে জানান। ভোগান্তিতে পড়া মানুষদের ভাষ্য, ‘২৪টা ঘণ্টা ধরে রাস্তা বন্ধ, আর কত ভোগান্তি পোহাতে হবে কে জানে?’
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ এ ছাড়াও খুব দ্রুত যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চলছে বলে জানাম তিনি।
কা।/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত