আল আকসা মসজিদে ইসরাইলের হামলায় মুসলিম দেশগুলোর উদ্বেগ, ওআইসির জরুরি সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২১, ১০:৫৮ |  আপডেট  : ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৯

আল আকসা মসজিদে প্রার্থনার জন্য যাওয়া মুসলিমদের ওপর ইসরাইলের নিরাপত্তাকর্মীদের হামলার নিন্দিত ঘটনায় জরুরি সভার আহ্বান করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি।

১১ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে ইসরাইলি আগ্রাসন বৃদ্ধি ও আল আকসা মসজিদে হামলা নিয়ে আলোচনা করা হবে।

এক টুইট বার্তায় ওআইসি জানায়, ফিলিস্তিনের অনুরোধে সংস্থাটির স্থায়ী সদস্যদের সভা আহ্বান করা হলো। ওআইসির দেশগুলো সভায় ইসরাইলি সরকারের ইসলাম ও খ্রিস্টানের পবিত্র স্থানগুলোতে চলমান হামলা বিশেষ করে আল আকসা মসজিদে হামলার বিষয়ে আলোচনা করা হবে।

করোনা মিডেল এ্যাড
এই আক্রমণ ছাড়াও, ইসরায়েলের দখল প্রচেষ্টা যেমন শেখ জাররাহ পাড়া-মহল্লা থেকে বহু ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে।

শুক্রবার রাতে জেরুজালেমের আল আকসা মসজিদ ও আশপাশের এলাকায় হামলায় দুইশ’ ফিলিস্তিনি ও ১৭ জন পুলিশ আহত হয়। পরের দিনের সংঘর্ষেও আহত হয় বহু মানুষ।

ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে জেরুজালেমে উত্তেজনা বাড়ছে।

জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত আল আকসা মসজিদ ইসলামের একটি সম্মানিত স্থান। আবার এই স্থানটিই ইহুদিবাদেও একটি পবিত্র জায়গা, যেটা পরিচিত টেম্পল মাউন্ট নামে। তাই এখানে সংঘর্ষ লেগেই থাকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত