আমি বিচার দিব

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২২, ১০:৩০ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ২১:৩০

সালমা বিনতে কাসেম
-------------------------------

 

এমন বানভাসী আষাঢ়ে পাখির তীব্র আর্তনাদে,
শুনেছি শত পরাজিত প্রজাপতির পাখনার ভাঙন, 

শুকনো খড়ের মড়মড়ে বেদনায়,
আশ্রিত দোয়েল মেঘ গুড়গুড় ভাবনায়, 

হঠাৎ গর্জে ওঠা আকাশের হুংকার!

উজানে বাঁধন গেছে খুলে, 
প্রাণ ভাসে প্রাণের বিনিময়ে, 

ঈশ্বর তুমি কি শুনছো ক্রন্দন?
নাকি ও পাড়ায় তুমি থাকো না? 

কোথায় পাবো তোমারে, 
তোমার নামে বিচার দেবো যে আমি  তোমারি কাছে! 

বলে যাও প্রভু কোথায় পাব?

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত