আমাদের সরকার নারীবান্ধব সরকার,জনবান্ধব সরকার-সৈয়দ মোনালিসা

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৩:৪৭ |  আপডেট  : ১০ মে ২০২৪, ১৮:৩৮

এমপি পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেছেন, আমাদের সরকার নারীবান্ধব সরকার, জনবান্ধব সরকার। আপনারা দেখেন জননেত্রী শেখ হাসিনা যেন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, বাংলাদেশে যে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন, সেই শান্তির সুবাতাস রক্ষা করতে হলে ২০২৪ সালের নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে মেহেরপুর-মুজিবনগর সিটটি আপনারা উপহার দেবেন। প্রতিমন্ত্রী পত্নী আরো বলেন, আর যারা এই বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করেছেন, যারা পেট্রোল বোমা দিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যা করেছেন, তাদেরকে আমাদের নারীরা ২০২৪ সালের নির্বাচনে বয়কট করবে।

 সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ যুব মহিলা লীগ শ্যামপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উঠান বৈঠকে শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফজিলা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাকলি খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কুতুবউদ্দিন, আওলাদ হোসেন, সাইদুর রহমান, উর্মিলা খাতুন, তারিখ হোসেন সহ উঠান বৈঠকে যুব মহিলা লীগের স্থানীয় নেত্রী ও কর্মিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত