আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান

  জয়নাল আবেদীন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১৩:৫৩ |  আপডেট  : ১০ মে ২০২৪, ০২:০৯

আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান 

বিক্রমপুরের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক, লেখক আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ১৫জুলাই সকালে মুন্সিগঞ্জ সরকারী কে কে ইনস্টিটিউট মিলনায়তনে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ ও কে কে ইনস্টিটিউট যৌথভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে। কে কে সরকারি ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জালালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আবদুল হাকিম বিক্রমপুরীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন ফিরুজুল হাসান কবির, মাহবুবুর রহমান, মঞ্জুর মোর্শেদ, আতিকুর টিপু, এডভোকেট হাবিবুর রহমান, মোহাম্মদ আলী নাসিম ও মো. জয়নাল আবেদীন।

মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করছেন জয়নাল আবেদীন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুন্সিগঞ্জের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৬ জন মেধাবী ছাত্রছাত্রীকে আবদুল হাকিম বিক্রমপুরী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত