আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ মেনে নেয়নি রাশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৭:৫৯ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৯

রাশিয়া এখনো আফগানিস্তানের ওপর তালেবানের সার্বভৌম ক্ষমতা মেনে নেয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া এখনো তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেনি।

পেসকভ বলেন, তালেবান আফগানিস্তানের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতটুকু সক্ষম তা দেখার পরই কেবল তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, আফগানিস্তানে নিযুক্ত রুশ কূটনীতিক ও রুশ কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষায় তালেবান কতটুকু সক্ষম তা বিবেচনা করা হবে। তিনি বলেন, আফগানিস্তানে অবিলম্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। তারা কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। তালেবান প্রায় গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও এখনো তারা কোনো সরকার গঠন করেনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত