আন্দোলনে নয় সরকারের পতন ঘটাতে হলে তা নির্বাচনের মাধ্যমেই করতে হবেঃ কৃষিমন্ত্রী

  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১২:১৬ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০২:১০

স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়ত দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে ফের আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে। এতে সরকারের পতন ঘটানো যাবে না। দেশে ইলেকশন হবে। সরকারের পতন ঘটাতে হলে তা নির্বাচনের মাধ্যমেই করতে হবে। গতকাল সোমবার বগুড়ার শাজাহানপুরে নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণ জয়ন্তী উৎসব -২০২৩’ -এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাশফিকুর রহমান পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের এমপি মো: রেজাউল করিম বাবলু, আরডিএ’র মহাপরিচালক খলিল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমদ, বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, কেন্দ্রিয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, বগুড়ার সিভিল সার্জন ডা. শফিউল আজম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা মো. নজিবুর রহমান, শাজাহানপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, ডিডি (এলজি) মাসুম আলী বেগ, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, এসি-ল্যান্ড শানজিদা মুস্তারী, ওসি আব্দুল কাদের জিলানী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোতারব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, জেলা কৃষকলীগ সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুুরুল হক, আমরুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছানাউল হক, সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা প্রমুখ। মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী উপলক্ষে বেলুন-ফেস্টুন ওড়ানো, স্মরণিকার মোড়ক উন্মোচন, রাধানগর কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, আমিন বাজার চত্বরে পশু-পাখির ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন, মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন এবং মাদ্রাসা চত্বরে স্বাধীনতা মঞ্চ ও স্বাধীনতা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। স্বাধীনতা মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, আরডিএ, কৃষি গবেষণা ইন্সটিটিউট’র পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রীর আগমনের সাথে সাথে শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারি মন্ত্রীকে অভিবাদন জানায়। এ সময় মন্ত্রীর কাছে শাজাহানপুর উপজেলায় এনএটিপি প্রকল্পের কার্যক্রম চালুর দাবি জানান শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত