আন্দোলনে ক্ষয়ক্ষতি জানতে চাওয়া সেই চিঠি বাতিল করল ধর্ম মন্ত্রণালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১০:৩১ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫

কোটাবিরোধী আন্দোলনে সংঘটিত ক্ষয়ক্ষতি নিরূপণে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল মন্ত্রণালয়টির বিভিন্ন সংস্থার প্রধানদের। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ধর্ম উপদেষ্টার নজরে এলে পরে তা বাতিল করা হয়।

সোমবার (১২ আগস্ট) আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের চিঠিটি ‘ভুলক্রমে’ দেওয়া হয়েছিল জানিয়ে বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ প্রসঙ্গে শিরোনামে ভুলক্রমে জারি করা পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

আগের চিঠিতে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ের তথ্য চাওয়া হয়েছিল। যা ‘ভুলক্রমে’ দেওয়া হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন-১ শাখা থেকে জানানো হয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত