আদমদীঘির পালা গান শিল্পী অসুস্থ্য কায়ছার-সুফিয়া পেলো প্রধানমন্ত্রীর উপহার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭ |  আপডেট  : ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩৮

এক সময়ের পালা গানের সাড়া জাগানো শিল্পী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পশ্চিম ঢাকা রোড়ের বাসিন্দা অসুস্থ্য কায়ছার-সুফিয়া পেলো প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী, নগদ আর্থিক সহায়তা ও হুইল চেয়ার। ৯০এর দশকে আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে পালা গান গেয়ে ব্যাপক সাড়া জাগিয়ে ছিল শিল্পী কায়ছার ও তার স্ত্রী সুফিয়া। কালের প্রেক্ষাপটে আজ আর পালা গানের আসর নেই । সেই সময়ে কায়ছার-সুফিয়ার বেশ কদর ছিল। আজ আর কেউ তাদের খবর রাখে না। আজ তারা  বয়সের ভারে অসুস্থ্য হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে।  এই অসহায় পরিবারের সদয় দৃষ্টি হয় উপজেলা প্রশাসনের।

 বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় হাজির হয় অসহায় কায়ছার-সুফিয়ার বাড়ীতে। এরপর তারা অসুস্থ্য পালা গান শিল্পী কায়ছারকে একটি হুইল চেয়ার ও তার পরিবারকে প্রধানন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত