আদমদীঘির অপহৃত স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১৯:৪১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩
বগুড়ার আদমদীঘির দাড়িকুড়ি গ্রামের দশম শ্রেণীর অপহৃতা স্কুল ছাত্রী জেবা আক্তার (১৫) কে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় একটি অপহরন মামলা দায়ের হয়েছে।
জানা যায়, আদমদীঘির দাড়িকুড়ি গ্রামের জামাল হোসেনের মেয়ে কৈকুড়ি বিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রী জেবা আক্তার গত ৫ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় বাড়ী থেকে স্কুলের উদ্যেশ্যে বের হয়ে পালোয়ানপাড়া মোড় নামক স্থানের পাকা রাস্তার নিকট পৌছলে কালাইকুড়ী গ্রামের লইমুন হোসেনের ছেলে অপহরকারী আশিক ও তার সহযোগীরা স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ব্যাটারি চালিত ইজিবাইকে তুলে অপহরন করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে গত ৮ মার্চ আদমদীঘি থানায় আশিক তার মা সাবিনা বেগম সহ ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার গত ১৩ মাচ রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী জেবাকে উদ্ধার করলে অপহরণকারি আশিককে গ্রেফতার করতে পারেনি ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ভিকটিমের উদ্ধার করা হয়েছে। আসামী পালিয়ে যাওযায় তাকে করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত