আদমদীঘিতে লাল কাপড় উড়ানোর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৮:৫৪ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৭:০০

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাাম এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এ·প্রেস ট্রেন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার সকালে পথচারীদের উড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থেমে যায়। এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে ছাতিয়ানগ্রাম রেল স্টেশনের অদূরে রেল লাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পান এক যুবক। তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথে লাল কাপড় টাঙিয়ে দেন। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ¶তি হয়নি।

এ বিষয়ে তিলকপুর স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান বলেন, ট্রেন থামার সঙ্গে সঙ্গে সেখানে কর্মীরা এসে দ্রুত রেল পথ মেরামত করেন। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়। রেলওয়ের বিভাগের প্রকৌশলী বজলুর রহমান বলেন, রেলওয়ের কর্মীরা গিয়ে দেখেন লাইনের জোড়ার অংশের লোহা ভেঙে গিয়েছিল। পরে তা মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক  করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত