আদমদীঘিতে যমুনা ব্যাংক লিঃ উপশাখার উদ্বোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১৯:২৪ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৫

দেশের আর্থ সামাজিক উন্নয়ন যমুনা ব্যাংকের অগ্রযাত্রায় বগুড়ার আদমদীঘিতে নওগাঁ শাখার অধীনে যমুনা ব্যাংক লিঃ উপশাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় ব্যাংকের উপশাখা উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিঃ এর পরিচালক আলহাজ্ব বেলাল হোসেন। ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিঃ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মাদ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ নওগাঁ শাখার ব্যবস্থাপক এএইচএম রায়হানুল আলম, আদমদীঘি উপশাখার ব্যবস্থাপক আবু হাসনাত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোত্তাকিন তালুকদার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত