আদমদীঘিতে মন্দিরে আগত ভক্তদের মাঝে শরবত বিতরণ

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৩৫ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৮

তীব্র তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে পথচারী, শ্রমজীবিসহ নানান শ্রেনীপেশার মানুষ। জীবন জীবিকার তাগিদে তীব্র তাপদাহ উপেক্ষা করে বাড়ীর বাহিরে সংসারের তাগিদে কর্ম করতে বের হচ্ছে মানুষজন। এদিকে তীব্র তাপদাহ উপেক্ষা করে গতকাল মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে রোগমুক্তি কামনা ও সন্তান লাভের আশায় (মানত) পুজা দিতে আসে দুই শতাধিক ভক্তবৃন্দ। মন্দিরে আগত ভক্তবৃন্দদের তৃষ্ণা মিটাতে মন্দির কৃর্তৃপক্ষ ভক্তদের মাঝে ঠান্ডাজল ও শরবত বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, ডহরপুর চোরাচন্ডি মন্দিরের আহবায়ক অলক মৈত্র ব্যাটেল, পুরোহিত গোপাল মৈত্র, মন্দির কমিটির নেতা দিব্যেন্দু কুন্ডু দুলাল, শংকর চৌধুরী, বলাই কুন্ডু, নিশি শীল, জগাই কুন্ডু, নারায়ন শীল প্রমুখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত