আদমদীঘিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১৫:২১ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৪, ২২:৪৯

প্রতি বারের ন্যায় এবারও বগুড়ার আদমদীঘিতে সন্তোষ বীথিকা ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ২ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেন অত্র এলাকার কৃতিসন্তান এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস-সার্জারী) হাড়ভাঙ্গা, হাড় জোড়া, ব্যাথা, মেরুদন্ড রোগ বিশেষজ্ঞ ও অর্থোপেডিক্স সার্জন জাতীয় অর্থোপেডিস্ক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারি সার্জন ডাঃ সঞ্জয় কুমার ঘোষ ও ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এম.বি.বি.এস, এফ.সি.পি.এস (অব্স এন্ড গাইনী) বিশেষজ্ঞ ডাঃ সচিতা রাণী ঘোষ। 

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার। বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের সন্তোষ কুমার ঘোষ এর বড় ছেলে ডাঃ সঞ্জয় কুমার ঘোষ প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে তার জন্মভ‚মি কুসুম্বী গ্রামের বাড়ীতে এসে এ মহতি উদ্যোগ গ্রহণ করে গরীব, অসহায় ও দুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেন। গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দু’ দিন সকাল ৮টাকা হতে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন রোগীদের সেবা প্রদান করেন। এ দু’ দিনে তিনি প্রায় দেড় হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত