আদমদীঘিতে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৯:১৯ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮
শুক্রবার সকাল থেকে বিয়ে বাড়িতে চলছিল ধুমধাম। আত্মীয় স্বজনে ভরপুর বিয়ের বাড়ি। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া গ্রামে চলছে ১৪ বছরের এক কিশোরীর এই বিয়ে। বর সাব্বির হোসেন (১৯) একই উপজেলার ডুমরীগ্রাম গ্রামের আব্দুল গফুরের ছেলে। কিন্তু বিয়েতে বাধ সাধলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইউএনও পুলিশ নিয়ে হাজির হন কনের বাবার বাড়িতে। পরে অপ্রাপ্ত বয়সের মেয়ে ও ছেলেকে বিয়ে দেয়ার আয়োজন করায় ‘ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ও কনে দুই পক্ষের দুই হাজার করে মোট চার হাজার টাকা অর্থদন্ড দিয়ে তা আদায় করা করা হয়। শেষে আদালত বর ও কনের পরিবারের কাছে পূর্ন বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দেয়ার অঙ্গিকার লিখে নেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত