আদমদীঘিতে পোশাকের দোকানে আগুন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ মে ২০২১, ১৯:৩১ |  আপডেট  : ৯ নভেম্বর ২০২৪, ০০:১০

মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্রি এলাকায় দুটি তৈরী পোশাকের দোকানসহ কারখানায় আগুন লেগে পুড়ে গেছে প্রায় অর্ধকোটি টাকা মুল্যের তৈরী পোশাক ও পোশাক তৈরীর যন্ত্রাংশ। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে ।

জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খায়রুল ইসলাম ও পাশ্ববর্তী দোকান মালিক রাহাত বাবুর তৈরী পোশাকের দোকানে আগুন লাগে। মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন দেখে সাথে সাথে নওগাঁ আদমদীঘি ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয় । ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ততক্ষনে দুটি দোকান ও কারখানায় থাকা প্রায় অর্ধকোটি টাকা মুল্যের তৈরী পোশাক ও পোশাক তৈরীর বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়।  আদমদীঘি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন ইনচার্জ মিজানুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত