আদমদীঘিতে দুইজন মাদকসেবীর কারাদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১৯:০২ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৯

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ২ জন গাঁজা সেবনকারীকে আটক করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের নেতৃত্বে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ২ জন মাদক সেবীকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা আদায় করেন। দন্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের গোলাম প্রামানিকের ছেলে মিন্টু হোসেন(২২) ও সদরের কোমাইগাড়ী এলাকার সামসুল মন্ডলের ছেলে ইদ্রিস আলি রকি (২৫)। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক শামীমা আক্তার জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বুধবার বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত