আদমদীঘিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২১ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৬, ২১:৪৯

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ছোটজিনইর গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ যোহর ছোটজিনইর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বিশেষে অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা), গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মজিদ (কোমল), জামিল হোসেন, খন্দকার আবু ছাইদ (রাসু)। দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর রূহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত