আদমদীঘিতে এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়া ও মহিলাকে হুমকির অভিযোগ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:১৭ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০:৫১

বগুড়ার আদমদীঘিতে মো: মাসুদ নামের এক ব্যক্তির পথরোধ করে মারধরে আহত করে টাকা ছিনিয়ে নেয়া ও তানজিলা আক্তার রিমু নামের এক নারীকে ভয়ভীতি ও প্রান নাশের অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ৯টায় আদমদীঘির হেলালিয়া বাজারে মারধরের এঘটনা ও বেলা সাড়ে ১১ টায় পূর্ব ছাতনী মন্ডলপাড়ায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনার শিকার আদমদীঘি উপজেলার ঢেকড়া সোনারপাড়ার আত্তাফুল ইসলামের ছেলে মো: মাসদু নিজেই বাদি হয়ে ওই দিন দুপুরে আদমদীঘি থানায় সাহিনুর ও আবুল হোসেন নামের দুই জনের বিরুদ্ধে এবং পূর্ব ছাতনী মন্ডলপাড়ার বাবুল হোসেনের স্ত্রী তানজিলা আক্তার রিমু বাদি হয়ে সাহিনুর, আবুল হোসেন,সহ ৫ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেন।
থানায় দায়ের করা অভিযোগে জানাযায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মাসুদ তার বাড়ি থেকে সান্তাহার যাবার পথে আদমদীঘির হেলালিয়া নামক স্থানে পৌঁছিলে উল্লেখিত দুই ব্যক্তি তার পথরোধ করে মারধরে আহত করে তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মাসুদের চিৎকারে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে চিকিৎসা করান। অপরদিকে বেলা সাড়ে ১১ টায় পূর্বশক্রতার জেরধরে তানজিলা আক্তার রিমু নামের ওই নারীর বাড়ির সামনে প্রতিপক্ষরা তাকে অকথ্য গালিগালাজ করে। এসময় তিনি গালিগালাজ করতে নিষেধ করায় তাকে মারধরে উদ্দ্যত হয়। স্খানীয় গ্রামবাসি এগিয়ে এলে প্রতিপক্ষরা বড় ধরণের ক্ষতি ও জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত