আদমদীঘিতে ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা’র বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১৮:০৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানার (তৃপ্তি) বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কয়েক’শ নারী পুরুষ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এর আগে সকালে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুক টুক তালুকদারের কাছে মৌখিক অভিযোগ জানান ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসি।
অভিযোগে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা এলাকার দরিদ্র মানুষের কাছে থেকে ১০ টাকা মূল্যের চালের কার্ড করে দেওয়ার জন্য জন প্রতি ১০০ থেকে ৭০০ টাকা, বয়স্ক ভাতা সহ অন্যান্য ভাতার কার্ড ও কর্মসূচির শ্রমিক নিয়োগের দেওয়ার কথা বলে জন প্রতি পাঁচ হাজার থেকে সাত টাকা করে গ্রহন করেছেন। সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের বাসিন্দা খোতেজা বেগম বলেন, ৩নং ইউপি সদস্য শামীম হোসেন চেয়ারম্যানকে দেয়ার কথা বলে আমাকে ১০ টাকা মূল্যের চালের কার্ড করে দিতে চেয়ে ২০০ টাকা নিয়েছে কিন্তু আমাকে এখন পর্যন্ত কার্ড করে দেয়নি। ছাতনী গ্রামের বাসিন্দা হাসিনা বেগম বলেন, চেয়ারম্যানের লোক গোলাম মোস্তফা আমাকে ও আমার জামাইকে ৪০ দিনের কর্মসূচির শ্রমিক নিয়োগ করে দেয়ার কথা বলে দুই হাজার টাকা নিয়েছে। সে আমাদের বলেছে এ সব টাকা চেয়ারম্যানকে দিতে হয়েছে। ইউনিয়নের প্রসাদখালী গ্রামের মসজিদের মোয়াজ্জিন আব্দুল মান্নান বলেন, আমাদের গ্রামের একটি মসজিদের পুকুর ইজারার জন্য চেয়ারম্যানকে দেয়ার কথা বলে ইউপি সদস্য শামিম হোসেন আমাদের কাছে থেকে ৮০ হাজার টাকা দাবী করে। বিষয়টি আমরা চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, আমার সদস্য যে যেটা করবে বা বলবে সেটাই করবেন। তবে শামিম হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি চেয়ারম্যান বলতে পারবেন। সান্তাহার ইউপির সংর¶িত (৪,৫,৬) মহিলা আসনের সদস্য মোমানে খাতুন অভিযোগ করে বলেন, আমাদের ইউপির চেয়ারম্যান ভিজিএফ চালের কার্ড দেয়ার কথা বলে জন প্রতি দুই হাজার টাকা করে নিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচির শ্রমিক নিয়োগের জন্য পাঁচ হাজার টাকা করে গ্রহন করেছেন, কিন্তু তাদের কাউকে কার্ড ও কাজ দেননি ।
মানববন্ধন আরও বক্তব্য রাখেন, সান্তাহার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, চার নং ওয়ার্ডের লুৎফর রহমান, দুই নং ওয়ার্ডের নাজিম উদ্দীন। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুক টুক তালুকদার মুঠোফোনে বলেন, আমি মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। পরে সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা'র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত