আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুণলেন মাশরাফী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০১ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্তুজাসহ আরও তিন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) নড়াইল-২ আসনে নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান চার প্রার্থীকে জরিমানা করেন।

এসময় মাশরাফীকে ১৫ হাজার, একই আসনের জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্ট প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মাশরাফীসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করায় এ জরিমানা করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে প্রার্থীদের বিধি ভঙ্গের বিষয়টি ধরা পড়েছে। এতে তাদের জরিমানা করা হয়েছে। এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত