আগের ভিসা বাদ, আফগানদের জন্য ই-ভিসা বাধ্যতামূলক ভারতে
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৯:৪১ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২৩:০৭
আফগানিস্তানের নাগরিকদের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করল ভারত। সেই সঙ্গে আগের দেওয়া সব ভিসা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ই-ভিসা ছাড়া ভারতে ঢুকতে পারবেন না আফগানিস্তানের কোনও নাগরিক।
বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আফগানরা জরুরি ভিত্তিতে যেন ই-ভিসার আবেদন করতে পারেন, সেজন্য ‘ই-ইমার্জেন্সি এক্স-মিস (মিসলেনিয়াস) ভিসা’ ব্যবস্থা চালু হয়েছে গত সপ্তাহে। আপৎকালীন ই-ভিসা চালুর জন্য বিশেষ আফগানিস্তান সেলও তৈরি করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত