আইবিটিআরএ- তে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা শুরু

প্রকাশ: ১০ মে ২০২২, ১৮:৫৭ | আপডেট : ২০ মে ২০২২, ০৯:২৩

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে চট্টগ্রাম আ লিক কেন্দ্রে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। ১০ মে ২০২২, মঙ্গলবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম অফিস প্রধান (চলতি দায়িত্ব) আরিফ হোসাইন খান। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ এবং চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে সারা দেশে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত