অস্বাস্থ্যকর বাতাস, ঢাকার বাসিন্দারা সবাই স্বাস্থ্যঝুঁকিতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৮:৫০ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৪

ঢাকার বায়ুদূষণ কিছুতেই কমছে না। দেশব্যাপী চলমান লকডাউনে বেশিরভাগ মানুষ ঘরের ভেতর। বন্ধ বেশিরভাগ প্রতিষ্ঠানই। এর মাঝেও অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস।

শুক্রবার রাত ৯ টায় সর্বশেষ হালনাগাদ করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ১৬১। বাতাসের এই গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। কারণ, একিউআই স্কোর যখন ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ ঢাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

তাছাড়া সংবেদনশীল ব্যক্তিরা আরো মারাত্মক সমস্যা ভোগ করতে পারেন। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হলো বাতাসের গুণগত মানের নিত্যদিনের একটি সূচক। এর মধ্য দিয়ে জনগণকে জানানো হয় যে, তারা একটি নির্দিষ্ট শহরে কতটা পরিষ্কার বা দূষিত বাতাসের মধ্যে বসবাস করছেন। এতে তাদের শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়েও জানান দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত