অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতলেন ইরানি শুটার জাওয়াদ ফোরুগি
প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৯:৪৯ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২৩:৫১
জাপানের টোকিওতে চলমান গ্রীষ্মকালীন অলিম্পিকে শুটিংয়ে ইরানের হয়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন শুটার জাওয়াদ ফোরুগি। এই অলিম্পিক দিয়েই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ অভিষেক ঘটল তাঁর। আর তাঁর মাধ্যমেই অলিম্পিক শুটিংয়ে প্রথম সোনার পদক জিতল ইরান।
আসাকা শুটিং রেঞ্জে ২৪৪.৮ পয়েন্ট পেয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন জাওয়াদ। ৪১ বছর বয়সী এ শুটার ফাইনালে হারিয়েছেন সার্বিয়ার শুটার দামির মিকেচকে। মিকেচ পান ২৩৭.৯ পয়েন্ট। ব্রোঞ্জ জিতেছেন চীনের পাং উয়েই। তাঁর পয়েন্ট ২১৭.৬। দেশের হয়ে প্রথম সোনা জেতার পর সংবাদমাধ্যমকে জাওয়াদ বলেছেন, ‘বাছাইপর্বে স্নায়ুচাপে ভোগায় ফাইনালে এসে আর কোনো চাপে ভুগিনি। মাথা ঠাণ্ডা রেখে নিজের কাজটা করতে পেরেছি।’
এই ইভেন্টে ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন ভিয়েতনামের হোয়াং জুয়ান ফাইনালে উঠতে পারেননি। এ বছর দারুণ ফর্মে আছেন ফোরুগি। আইএসএসএফ বিশ্বকাপে সোনার পদক জেতেন গত জুনে ক্রোয়েশিয়ায়। এবার অলিম্পিক ফাইনালে কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হন ফোরুগি।
ফাইনালে শুরুর দিকে ১০ পয়েন্টের রিং নিয়মিত লক্ষ্যভেদ করে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে যান তিনি। দুটি শট বাকি থাকতে তাঁর লিড ছিল ৪.২ পয়েন্ট। শেষ পর্যন্ত তা ৬.৯ পয়েন্টে উন্নীত করে অলিম্পিক রেকর্ড গড়েন।
জাওয়াদ ফোরুগি
২০০৮ বেইজিং অলিম্পিকে এই ইভেন্টে সোনার পদকজয়ী এবং ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে ব্রোঞ্জজয়ী পাং উয়েই ছিলেন সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কিন্তু ফোরুগি ঠিকই ইরানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক পদক জয়ের রেকর্ড গড়ে ফেলেন এই ইভেন্টে। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারোত্তোলনে ৩৮ বছর বয়সে ব্রোঞ্জ জেতেন ইরানের মাহমুদ নামদাজো। তাঁর গড়া রেকর্ড ভাঙলেন ফোরুগি।
টোকিও অলিম্পিকে ইরানের জন্য প্রথম স্বর্ণপদক এনে দেওয়ায় জাওয়াদ ফোরুগিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ইরানের যুব ও ক্রীড়ামন্ত্রী মাসুদ সুলতানিফার এবং পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফও তাকে অভিনন্দন জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত