অবশেষে ২৯ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরলো শাবি উপাচার্যের বাসভবনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৪, ২২:৫১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে ২৯ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ব্যাপারে বলেন, ‘রাত বারোটার দিকে শিক্ষার্থীরাই ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করেন। ভিসি ভবনের পার্শ্ববর্তী কর্মচারীদের আবাসিক এলাকার বিদ্যুতের লাইন একই। এ লাইন কেটে দেয়ায় কর্মচারীদের অনেক পরিবার নানাবিধ সমস্যায় পড়েন ও আমাদের কাছে এ ব্যাপারে বলেন। তাই উনাদের কথা বিবেচনা করা আমরা বিদ্যুৎ লাইন দিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনকারীরা উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত