অবশেষে ডা. জাফরুল্লাহর মৃত্যুতে বিএনপির শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১৩:৪৫ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২০

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে অবশেষে শোকবার্তা পাঠিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শোক প্রকাশ করেন। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে দলের সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপির মহাসচিব বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী।’

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা-পরবর্তীকালে স্বল্প মূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সব সংকটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে। দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন।’

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ডা. জাফরুল্লাহ আওয়ামী সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন।’

তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমি শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টায়। তার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীরা তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান। পাশাপাশি শোকবার্তায় সমবেদনা জানিয়েছেন অনেক রাজনীতিক। এ ক্ষেত্রে ব্যতিক্রম  ছিল কেবল বিএনপি।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পার হলেও দলটির পক্ষ থেকে কোনও শোকবার্তা পাঠানো হয়নি, ধানমন্ডিমুখী হননি কোনও নেতাও।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত