হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ
অধ্যাপক আঃ রাজ্জাকের ইন্তেকাল
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১১:৫৯ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
না ফেরার দেশে চলে গেলেেন হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাওলাদার আঃ রাজ্জাক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গতকাল (শনিবার) রাত ১০টার সময় শনির আখড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
অধ্যাপক হাওলাদার আঃ রাজ্জাক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লৌহজং উপজেলার ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬২ সালে প্রথম ফার্স্ট ডিভিশন পান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স এবং এমএ পাশ করে হরগঙ্গা কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে কাটিয়েছেন।
তিনি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। আশির দশকে বিক্রমপুর সুধী সমাবেশ ও বিক্রমপুর জেলা আন্দোলনের তিনি আহবায়ক ছিলেন। তিনি বিক্রমপুর ফাউন্ডেশনের জীবন সদস্য,শিক্ষা উপদেষ্টা ও আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সভাপতি ছিলেন। অর্থনীতির উপর লেখা তাঁর বই বাংলা একাডেমি প্রকাশ করেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, অসংখ্য ছাত্র-ছাত্রী ও সুহৃদ রেখে গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত