অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ডের অর্থ বিতরণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:৩১ |  আপডেট  : ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার অটো টেম্পু ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত জনিত শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যু ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ টায় সান্তাহার অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মৃত সদস্য সিএনজি চালক জুয়েল হোসেনের স্ত্রী ও নাজমুলের স্ত্রীর হাতে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান করেন জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমকি ইউনিয়নের আহবায়ক আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ক্যাশিয়ার ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, আবু হাসান, শাহিন হোসেন, মিথুন হোসেনসহ নেতৃবর্গ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত